মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি আগামী ১৯ জানুয়ারি ঢাকায় আসছেন।
ছয় দিনের সফরে তিনি বাংলাদেশে আসছেন। এর আগে তিনি থাইল্যান্ড সফর করবেন। সেখানেও রোহিঙ্গা পরিস্থিতি দেখবেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মিয়ানমার সফরে যেতে চাইলেও মিয়ানমার সরকার তাকে সে দেশে প্রবেশে অনুমতি দিচ্ছে না।
গতকাল শুক্রবার জেনেভার জাতিসংঘ অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ সফরের শেষদিন ২৪ জানুয়ারি ইয়াংহি লি সংবাদ সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ