Advertisement

কে আব্বা ডাকতে চেয়েছিল?

 

১৯৫২ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে কিছুদিন বাড়িতে অবস্থান করেন শেখ মুজিবুর রহমান। কারাগারে অনশন করায় তিনি কিছুটা দুর্বল ছিলেন, ফলে বাড়িতে বিশ্রাম নেন। একদিন শেখ মুজিবকে খেলার ফাঁকে শেখ হাসিনা ‘আব্বা’ ‘আব্বা’ ডাকছিলেন। এ সময় ভাই-বোনদের একজন শেখ হাসিনাকে বলেন, ‘হাচু আপা, হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি।’ কে আব্বা ডাকতে চেয়েছিল?

 

সঠিক উত্তরঃ শেখ কামাল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ