Advertisement

কত সালে শেখ মুজিব বেরিবেরি রোগে আক্রান্ত হন?

 

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ (৩রা ডিসেম্বর ২০২০)


শেখ মুজিবুর রহমান তখন সপ্তম শ্রেণির ছাত্র। তিনি খেলাধুলা করতেন, গান করতেন এবং ভালো ব্রতচারী করতেন। হঠাৎ বেরিবেরি রোগে আক্রান্ত হয়ে তাঁর হার্ট দুর্বল হয়ে পড়ে। বাবা শেখ লুৎফর রহমানের সঙ্গে কলকাতায় যান চিকিৎসা করাতে। কলকাতার বড় বড় ডাক্তার শিবপদ ভট্টাচার্য, এ কে রায় চৌধুরীসহ আরও অনেককেই দেখান এবং চিকিৎসা চলতে থাকে। এভাবে প্রায় দুই বছর চিকিৎসা চলে। কত সালে শেখ মুজিব বেরিবেরি রোগে আক্রান্ত হন?

 

 উত্তরঃ ১৯৩৪, ১৪ বছর বয়সে বেরিবেরি রোগে আক্রান্ত হলে তার একটি চোখ কলকাতায় অপারেশন করা হয় এবং চক্ষুরোগের কারণে তার লেখাপড়ার সাময়িক বিরতি ঘটে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ