বাবা শেখ লুৎফর রহমানের চাকরি সূত্রে তখন শেখ মুজিবুর রহমান মাদারীপুরে থাকতেন। পড়ালেখার জন্য তিনি মাদারীপুর হাইস্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছেন। ওই সময় তাঁর চোখে গ্লুকোমা রোগ হয়। এর আগে তাঁর বেরিবেরি রোগ হয়েছিল। চিকিৎসকদের পরামর্শে তাঁকে আবার কলকাতায় নেওয়া হয়। কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসক টি. আহমেদ তাঁর চোখের অপারেশন করতে বলেন। দেরি করলে অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি আছে। পরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে দশ দিনের মধ্যে দুটো চোখেই অপারেশন করা হয়। এ সময় তাঁর লেখাপড়া কিছুদিন বন্ধ থাকে। অপারেশনের পর থেকেই তিনি চশমা পরতে শুরু করেন। কত বছর বয়সে শেখ মুজিব চোখের গ্লুকোমা রোগে আক্রান্ত হন?
উত্তরঃ ১৬ বছর বয়সে ।
0 মন্তব্যসমূহ