অনভিপ্রেত প্রতিযোগীতা বন্ধে শিক্ষার্থীদের শ্রেণি রোল নম্বর প্রথা বিলুপ্ত হচ্ছে। এর পরিবর্তে তাদেরকে আইডি নম্বর দেয়া হবে। বহুকাল ধরে চলে আসা রোল নম্বর প্রথার বিলুপ্তি হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একজন অতিরিক্ত সচিব জানান, রোল নম্বর প্রথার বিলুপ্তির ফলে শিক্ষার্থীদের মধ্যে অনভিপ্রেত প্রতিযোগিতা বন্ধ হবে। শিক্ষার্থীদের মাঝে সহযোগিতার মনোভাব তৈরি হবে।
চলতি বছর লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছুটা সমতা আসবে এবং গুণগত শিক্ষা অর্জন সহজ হবে বলেও সংবাদ সম্মেলনের মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোল নম্বর না থাকার বিষয়টি প্রাথমিক
বিদ্যালয়েও কার্যকর হবে কি-না জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা
প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেছেন এমন পরিকল্পনা নেই। কিন্তু একই
মন্ত্রণালয়ের সচিব একই সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদেরও ইউনিক আইডি দেয়ার
পরিকল্পনা রয়েছে।’
0 মন্তব্যসমূহ