১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর এক আলোচনা সভায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন,
“একসময় এদেশের বুক হইতে, মানচিত্রের
পৃষ্ঠা হইতে ‘বাংলা’ কথাটির সর্বশেষ চিহ্নটুকুও চিরতরে মুছিয়া ফেলার চেষ্টা
করা হইয়াছে।
… জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি- আজ হইতে পাকিস্তানের
পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম ‘পূর্ব পাকিস্তান’- এর পরিবর্তে শুধুমাত্র
‘বাংলাদেশ’।
” কোন জাতীয় নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভায়
বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ ‘বাংলাদেশ’ করেন?
0 মন্তব্যসমূহ