বেসরকারি খাতের গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের জন্য প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে সারা দেশে কর্মী নিয়োগ দেওয়া হবে। সদ্য বিশ্ববিদ্যালয় পাস নবীন স্নাতকোত্তর প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রবেশনারি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ এমবিএ/ এমবিএম/ স্নাতকোত্তর অথবা সিএসই, ইইই, ইটিই বিভাগ থেকে বিএসসি পাস। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫.০০–এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ–৪.০০ এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: মাসিক বেতন ৪৮ হাজার টাকা। এক বছর শিক্ষানবিশকাল শেষে অফিসার পদে স্থায়ী কর্মী হিসেবে ব্যাংকে নিয়োগ দেওয়া হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
শর্ত: নিয়োগ পেলে এ ব্যাংকে একটানা পাঁচ বছর চাকরি করার ফরমে স্বাক্ষর করতে হবে।
যেভাবে আবেদন
গ্লোবাল ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করে ক্যারিয়ার ট্যাবে ক্লিক করে আবেদন করতে হবে। অনলাইনে জীবনবৃত্তান্তের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ জানুয়ারি ২০২২।
0 মন্তব্যসমূহ