চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কর্তৃক বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টারপ্ল্যান (২০২০-২০৪১) প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কেবল প্রকল্পের মেয়াদ চলাকালে এসব পদে লোক নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১
যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিসহ সার্ভে কাজে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী গ্রেড-৯।
পদের নাম: উপসহকারী স্থপতি
পদসংখ্যা: ২
যোগ্যতা: আর্কিটেকচারে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী গ্রেড-১০।
পদের নাম: জিআইএস অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/স্থাপত্য/নগর ও অঞ্চল পরিকল্পনা/পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি এবং দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী গ্রেড-১১।
পদের নাম: নকশাবিদ
পদসংখ্যা: ৪
যোগ্যতা: ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী গ্রেড-১৫।
বয়সসীমা
প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাতনি ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ফরম এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
মুহাম্মদ আনোয়ার পাশা, সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
আবেদন ফি
সহকারী প্রকৌশলী, উপসহকারী স্থপতি ও জিআইএস অপারেটর পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা ও নকশাবিদ পদের জন্য ২০০ টাকা।
আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০২১।
0 মন্তব্যসমূহ