Advertisement

খ্রিস্টানএইডে চাকরির সুযোগ

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা খ্রিস্টানএইড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে প্রজেক্ট কো-অর্ডিনেটর ও মিল সাপোর্ট অফিসার পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর। পদসংখ্যা: নির্ধারিত নয়। যোগ্যতা: উন্নয়ন খাতে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাঁচ বছর টিম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বেতন: বছরে ১৫ লাখ ৯৩ হাজার ৩৮২ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা রয়েছে। কর্মস্থল: ঢাকা। যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন। ই-মেইলে মাধ্যমে কোনো সিভি নেওয়া হবে না। আবেদনের শেষ তারিখ: ১৯ ডিসেম্বর ২০২১। পদের নাম: মিল সাপোর্ট অফিসার। পদসংখ্যা: নির্ধারিত নয়। যোগ্যতা: সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে স্নাতক ডিগ্রি বা অর্থনীতি, পরিসংখ্যান ও জীব পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্থানীয় বা আন্তর্জাতিক সংস্থায় ৪-৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ২০২২ সালের ৩০ মার্চ পর্যন্ত। কর্মস্থল: কক্সবাজার। বেতন: বছরে ৯ লাখ ৮০ হাজার ৫৪৪ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা রয়েছে। যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা এই লিংকে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ২২ ডিসেম্বর ২০২১।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ