চলতি সপ্তাহেই ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আগামী রবিবার অথবা সোমবার বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে আলোচনা করে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হবে বলে বুয়েটের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ওই সূত্র জানায়, আগামী ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় পরিষদের (এইউবি) বৈঠক রয়েছে। বৈঠকে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানাবেন। সেখানে বুয়েটও তাদের ভর্তি পরীক্ষার তারিখ জানিয়ে দেবে। বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকের পূর্বেই বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের একাডেমিক কাউন্সিল কাজ করছে। আগামী বুধবার পরীক্ষার সম্ভাব্য তারিখ সম্পর্কে আপনারা জানতে পারবেন।
নাম প্রকাশ না করার শর্তে বুয়েটের একাডেমিক কাউন্সিলের এক সদস্য বলেন, আগামী রবিবার অথবা সোমবার একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি এখনো উপাচার্যের দপ্তর থেকে ঠিক করা হয়নি। একাডেমিক কাউন্সিলের ওই বৈঠকে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হবে। সেটিই পরবর্তীতে বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে উপাচার্য স্যার জানিয়ে দেবেন।
0 মন্তব্যসমূহ