পাশ্চাত্য দর্শনের ইতিহাস সাজেশন ২০২২
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. দর্শন/
পাশ্চাত্য দর্শন / গ্রিক দর্শনের জনক কে?
উত্তর: দর্শন/ পাশ্চাত্য দর্শন / গ্রিক দর্শনের জনক থেলিসকে।
২.
‘সফিস্ট’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘সফিস্ট’ শব্দের অর্থ জ্ঞানী।
৩. গ্রিক
দর্শনের যুগ কয়টি ও কী কী?
উত্তর: গ্রিক দর্শনের যুগ তিনটি। যথা- ১. প্রাক সক্রেটিস যুগ (থেলিস সফিস্ট গুণ), ২. সক্রেটিস যুগ (সক্রেটিস এরিস্টল) ৩. এরিস্টটল পরবর্তী যুগ।
৪. এম্পিডক্লিসের
মতে জগতের মূল উপাদান কয়টি ও কী কী?
উত্তর: এম্পিডক্লিসের মতে জগতের মূল উপাদান চারটি। যথা- ১. মাটি, ২. বায়ু, ৩. পানি, ৪. আগুন।
৫. আইওনীয়
দার্শনিক কারা?
উত্তর: তিনজন আইওনীয় দার্শনিক বা মাইলেসিয়া দার্শনিক হলেন— ১. থেলিস, ২. এনাক্সিমেন্ডার ও ৩. এনাক্সিমিনিস।
৬. পানি
দর্শন সম্বন্ধে কে বলেছেন?
উত্তর: পানি দর্শন সম্বন্ধে বলেছেন দার্শনিক থেলিস।
৭. দর্শন
কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন?
উত্তর: দর্শন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন দার্শনিক পিথাগোরাস।
৮. হীরা
ক্লিটাসের মতে জগতের আদি সত্তা কি?
উত্তর: হীরা ক্লিটাসের মতে জগতের আদি সত্তা আগুন।
৯. তিনজন
এলিয়াটিক দার্শনিকের নাম লেখ।
উত্তর: কয়েকজন এলিয়াটিক দার্শনিক হলেন যেন পেনিস পারমেনাইডিস জেনো এবং মেলিসাস।
১০.
দুইজন পরমাণুবাদী দার্শনিকের নাম লেখ।
অথবা,
দুজন গ্রিক পরমাণুবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: দুইজন পরমাণুবাদী দার্শনিক হলেন লিউনিসিপাস ও ডেমোক্রিটাস।
১১.
“মানুষ” সবকিছুর পরিমাপক।- উক্তিটি কার?
উত্তর: “মানুষ” সবকিছুর পরিমাপ।- উক্তিটি প্রোটাগোরাস।
১২.
‘On Being’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘On Being’ গ্রন্থটির লেখক প্রোটাগোরাস।
১৩.
সক্রেটিসের মতে জ্ঞানের উৎস কি?
উত্তর: সক্রেটিসের মতে জ্ঞানের উৎস প্রজ্ঞা ও বুদ্ধি।
১৪.
” জ্ঞানই পুণ্য” এবং “নিজেকে জান” — উক্তিগুলো কার?
উত্তর: ” জ্ঞানই পুণ্য” এবং “নিজেকে জান” — উক্তিগুলো দার্শনিক সক্রেটিসের।
১৫.
প্লেটোর একটি গ্রন্থের নাম লেখ।
উত্তর: প্লেটোর একটি বিখ্যাত গ্রন্থের নাম হলো “The Republic”.
১৬.
প্লেটোর প্রত্যয়ের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: প্লেটোর প্রত্যয়ের দুটি বৈশিষ্ট্য হলো- ১. প্রত্যয় অপরিবর্তনশীল এবং ২. দেশকালের ও ঊর্ব্ধে।
১৭.
এরিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী ছিল?
উত্তর: এরিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লাইসিয়াম।
১৮.
মধ্যযুগের বিস্তৃতিকাল কত?
উত্তর: মধ্যযুগের বিস্তৃতিকাল হলো- ৫২৯ থেকে ১৪০০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
১৯.
“The Republic” গ্রন্থের লেখক কে?
উত্তর: “The Republic” গ্রন্থের লেখক প্লেটো।
২০.
মধ্যযুগের তিনজন বিখ্যাত দার্শনিকের নাম লেখ।
উত্তর: মধ্যযুগের তিনজন বিখ্যাত দার্শনিকের নাম হল- ১. সেন্ট অগাস্টিন, ২. সেন্ট আনসেলম ও ৩. সেন্ট টমাস একুইনাস।
২১.
স্কলাস্টিকবাদ দর্শনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: স্কলাস্টিকবাদ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন সেন্ট আনসেলম।
২২.
সেন্ট অগাস্টিন অনুসরণে দুটি নগরের নাম কী?
উত্তর: সেন্ট অগাস্টিন অনুসরণে দুটি নগরের নাম হল- ১. ঈশ্বরের নগর ও ২. প্রার্থী নগর।
২৩.
‘City of Good’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘City of Good’ গ্রন্থটির সেন্ট অগাস্টিন।
২৪.
মধ্যযুগের এরিস্টটল বলা হয় কোন দার্শনিককে?
উত্তর: মধ্যযুগের এরিস্টটল বলা হয় সেন্ট টমাস ও একুইনাসকে।
২৫.
জন ডান্স স্কোটাস কোন যুগের দার্শনিক ছিলেন?
উত্তর: জন ডান্স স্কোটাস মধ্যযুগের দার্শনিক ছিলেন।
২৬.
কোন দার্শনিক ক্ষুরতত্ত্বের কথা বলেন?
উত্তর:
দার্শনিক উইলিয়াম অব ওকাম ক্ষুরতত্ত্বের কথা বলেন।
খ-বিভাগ:
সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. দিলীপ
দর্শনের উৎসসমূহ কী?
২. থেলিসকে
পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় কেন?
৩. পিথাগোরাসের
দর্শন ব্যাখ্যা কর।
৪. পারমেনাইডিসের
সত্তার বৈশিষ্ট্য কী কী?
৫. বহুত্ত্ব
ও গতির বিরুদ্ধে জেনোর যুক্তিগুলো কী কী?
অথবা,
গতি ও বহুত্বের বিরুদ্ধে জেনোর দুটি যুক্তি ব্যাখ্যা কর।
৬. একই
নদীতে দুবার অবগাহন করা যায় না উক্তিটি ব্যাখ্যা কর।
৭. গ্রিক
পরমাণুবাদ ব্যাখ্যা কর অথবা গিরিক পরমাণুবাদ কী?
৮. পরমাণুর
বৈশিষ্ট্য লেখ।
৯. সক্রেটিসের
জ্ঞানতত্ত্বের সাথে সফিস্টদের জ্ঞানতত্ত্ব তুলনা কর।
১০.
“নিজেকে জান”- উক্তিটি ব্যাখ্যা কর।
১১.
সক্রেটিসের জ্ঞানতত্ত্বের সাথে শোপিসটিদের জ্ঞান তত্ত্বের তুলনা ব্যাখ্যা কর।
১২.
প্লেটোর সাম্যবাদ এবং আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য কর।
১৩.
এরিস্টটলের ঈশ্বর কিভাবে ধর্মীয় ঈশ্বর থেকে পৃথক?
অথবা,
এরিস্টটলের ঈশ্বর ও ধর্মীয় ঈশ্বরের মধ্যে পার্থক্য কর।
১৪.
মধ্যযুগীও দর্শনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
মধ্যযুগের
দর্শনের বৈশিষ্ট্যগুলো লেখ।
১৫.
মধ্যযজ্ঞে অন্ধকার যুগ বলা হয় কেন।
১৬.
স্কলাস্টিকবা কী?
অথবা,
স্কলিস্টিকবাদ ব্যাখ্যা কর।
১৭.
সংক্ষেপে সেন্ট অগাস্টিনের অধিবিদ্যা আলোচনা কর।
১৮.
সেন্ট টমাস ইকুইনাসের জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা কর।
১৯.
জন ডান্স স্কুটাসের দর্শন ব্যাখ্যা কর।
২০.
উইলিয়াম অব ওকামের ‘ক্ষুরতত্ত্ব’ সংক্ষেপে লেখ।
গ-বিভাগ:
রচনামূলক প্রশ্নাবলী
১. প্রাচীন
গ্রিক দর্শনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
২. মাইলেসীয়
বা আইনীয় দর্শনে বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।গ্রিক দর্শনের গুরুত্ব ব্যাখ্যা কর।
৩. পিথাগোরাসের
সংখ্যা তত্ত্ব আলোচনা কর।
অথবা,
পিথাগোরীয় সংখ্যাতত্ত্ব ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
৪.
“একই নদীতে দুবার অবগাহন করা যায় না।”- হিরাক্লিটাসের দর্শন অনুসরণে উক্তিটির তাৎপর্য
ব্যাখ্যা কর।
অথবা,
“একই নদীতে দুবার অবগাহান করা যায় না।”- এ উক্তির তাৎপর্য ব্যাখ্যা কর।
৫. পারমেনাইডিসের
সত্তার ধারণা ব্যাখ্যা কর। তিনি কি একজন ভাববাদী দার্শনিক?
অথবা,
পারমেনাইডিসের সত্তার ধারণা ব্যাখ্যা কর। তিনি কী একজন ভাববাদী? যুক্তি দাও।
৬. এনাক্স
গোরাসের দর্শন ব্যাখ্যা কর। তাকে কেন গ্রীক দর্শনের পর্বের শেষ দার্শনিক বলা হয়?
অথবা,
এনাক্সাগোরাশের দর্শন ব্যাখ্যা কর। তাকে গ্রিক দর্শনের পর্বের শেষ দার্শনিক বলা হয়
কেন?
৭. সক্রেটিসের
জ্ঞানসত্ত্ব ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
৮. প্লেটোর
আদর্শ রাষ্ট্রের একটি রূপরেখা প্রণয়ন কর।
৯. প্লেটোর
আদর্শ রাষ্ট্রের একটি রূপরেখা দাও। এতে দার্শনিক রাজার ভূমিকা কী?
অথবা,
প্লেটোর আদর্শ রাষ্ট্রের একটি রূপরেখা প্রণয়ন কর।
১০ প্লেটোর
নেই তত্ত্ব আলোচনা কর।
১১.
এরিস্টটলের কারণ ও তত্ত্ব ব্যাখ্যা কর।তিনি কিভাবে চারটি কারণকে দুটি কারণে রূপান্তর
করে?
অথবা,
এরিস্টটল কিভাবে চারটি কারণকে দুটি কারণে রূপান্তিত করেন?
১২.
এরিস্টটলের জড় ও আকারের ধারণাটি ব্যাখ্যা কর।
১৩.
মধ্যযুগীয় দর্শনের সাথে প্রাচীন যুগের দর্শনের তুলনামূলক বিবরণ দাও।
অথবা,
প্রাচীন যুগের দর্শনের সাথে মধ্যযুগের দর্শনের তুলনামূলক বর্ণনা দাও।
১৪.
মধ্যযুগীয় দর্শনে বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। প্রাচীন যুগের দর্শন থেকে এটি কিভাবে পৃথক?
১৫.
জেনার আলোকে নব্য প্লেটবাদী তত্ত্ববিদ্যা আলোচনা কর।
১৬ স্কলাস্টিকবাদ
কী? স্কলাস্টিকবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৭ সেন্ট
অগাস্টিনের ঈশ্বরের নগরীর বর্ণনা দাও।
অথবা,
সেন্ট অগাস্টিনের স্মরণনগরী আলোচনা কর।
১৮.
সেন্ড টমাস একুইনাসের দর্শনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা,
সেন্ট টমাস একুইনাসের দর্শন আলোচনা কর।
১৯.
ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে টমাস একুইনাসের মতবাদ বর্ণনা কর।
২০.
উইলিয়াম অব বোকা মেয়ের দর্শনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
0 মন্তব্যসমূহ