জাতীয়
বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য সমাজকর্ম পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন
বিষয় কোড: ২১২১১১।
সমাজকর্ম
পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন
ক-বিভাগ:
অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সমাজকর্ম
কি?
উত্তর:
সমাজকর্ম হলো ব্যক্তি দল ও সমষ্টিকে সাহায্য করার এমন একটি পেশাগত কার্যক্রম যার লক্ষ্য
তাদের সামাজিক কার্যাবলী পালন ক্ষমতা পুনরুদ্ধার বা গতিশীল করন এবং সামাজিক রক্ষার
জন্য ইতিবাচক সামাজিক পরিবেশ গঠন করা।
২. সমাজকর্মের
সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন?
উত্তর:
সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন আর. এ. স্কিডমোর এবং এম. জি থ্যাকারী।
৩. সমাজ
কল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন?
উত্তর:
সমাজকল্যাণে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ডব্লিউ এ. ফ্রীডল্যান্ডার।
৪. সোসাইটি
গ্রন্থের লেখক কে?
উত্তর:
সোসাইটি গ্রন্থের লেখক সমাজবিজ্ঞানী মেকাইভার।
৫. সমাজবিজ্ঞান
কি?
উত্তর:
মানব সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান বস্তুনিষ্ঠভাবে আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান
বলে।
৬.
‘Introduction of
social welfare’ গ্রন্থের
লেখক কে?
উত্তর:
Introduction of
social welfare গ্রন্থের
লেখক হলেন W. A
Friedlander
৭. ‘Economics’ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর:
ইকোনমিক শব্দটি গ্রীক Oikonimia শব্দ থেকে উদ্ভূত।
৮. মনোবিজ্ঞান
কি?
উত্তর:
মনোবিজ্ঞান এমন একটি বিজ্ঞান, যা প্রাণী ও মানুষের আচরণ নিয়ে আলোচনা করে।
৯. ইংল্যান্ডের
প্রথম দরিদ্র আইন কোনটি?
উত্তর:
রাজা অষ্টম হেনরির নামানো শাড়ি ইংল্যান্ডের দরিদ্র আইন প্রণয়ন করা হয় এবং আইনটির
নাম অষ্টম হেনরি দরিদ্র আইন, ১৫৩১।
১০ ইংল্যান্ডে
কখন এলিজাবেথিও দরিদ্র আইন প্রবর্তন করা হয় ?
উত্তর:
এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১ সালে প্রবর্তিত হয়।
১১.
সক্ষম দরিদ্র কারা অথবা সক্ষম দরিদ্র কাকে বলে?
উত্তর:
যাদের শারীরিকভাবে কাজ করার সমর্থক আছে তারাই সক্ষম দরিদ্র।
১২.
ইংল্যান্ডে কত সালে দান সংগঠন সমিতির গঠিত হয়?
অথবা,
ইংল্যান্ডে দান সংগঠন সমিতি কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
১৮৬৯ সালে দান সংগঠন সমিতি প্রথম গঠিত হয়।
১৩.
বিভারিজ কে ছিলেন?
উত্তর:
বিভারিজ ছিলেন একজন অর্থনীতিবিদ শিক্ষাবিদ ও আইনবিদ। যিনি বিভারিজ রিপোর্ট প্রদান করেন।
১৪.
পঞ্চদৈত্ত কি কি?
উত্তর:
বিবারিচ রিপোর্টে মানব কল্যাণের পথে পাঁচটি প্রতিবন্ধক অর্থাৎ অভাব, অজ্ঞতা, মলিনতা,
অসলতা ও অসুস্থতাকে দৈত্যের সাথে তুলনা করা হয়েছে। বিভারিজ এগুলোকে পঞ্চদৈত্ত বলে
অভিহিত করেছেন।
১৫.
আমেরিকার অর্থনৈতিক মহামন্দা কখন দেখা দেয়?
অথবা,
আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা শুরু হয়?
উত্তর:
আমেরিকার অর্থনৈতিক মহামন্দা উনি ২৯ সালে দেখা দেয়।
১৬.
NASW এর পূর্ণরূপ লেখ।
উত্তর:
NASW-এর পূর্ণরূপ হল National Association of Social
Workers.
১৭.
রাজা রামমোহন রায় কে ছিলেন?
উত্তর:
রাজা রামমোহন রায় ছিলেন একজন সমাজ সংস্কারক।
১৮.
বাংলাদেশ কত সালে সমাজকর্ম শিক্ষা সূচনা হয়?
উত্তর:
বাংলাদেশে ১৯৫৩ সালে সমাজকর্ম শিক্ষা সূচনা হয়।
১৯.
ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে?
উত্তর:
ভরায়েজী আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তুল্লাহ।
২০.
হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন?
উত্তর:
হাজী শরীয়তুল্লাহ ছিলেন একজন সমাজ সংস্কারক ও ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা।
২১.
আলীগড় আন্দোলনের প্রবক্তা কে?
উত্তর:
আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়দ আহমদ খান।
২২.
স্যার সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম কি?
উত্তর:
সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম আলীগড় আন্দোলন।
২৩.
বেগম রোকেয়া কেন বিখ্যাত?
উত্তর:
বেগম রোকেয়া নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালনের জন্য বিখ্যাত ছিলেন।
২৪.
সামাজিক আইনের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর:
সামাজিক আইনের দুটি বৈশিষ্ট্য হলো- ১. মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ ও ২. সামাজিক সংহতি
ও স্থিতিশিলতা রক্ষা।
২৫.
বাংলাদেশ দ্বণ্ডবিধি অনুযায়ী কিশোর অপরাধীর বয়সসীমা কত?
উত্তর:
বাংলাদেশ দন্ডবিধি অনুযায়ী কিশোর অপরাধীর বয়স সীমা ৭ থেকে ১৮ বছর।
অনার্স
১ম বর্ষ সমাজকর্ম পরিচিতি সাজেশন ২০২২
২৬.
শিশু কল্যাণ কি?
উত্তর:
শিশুদের জন্য প্রয়োজনীয় কল্যাণমূলক প্রচেষ্টাকে শিশুকল্যাণ বলে।
২৭ বৃত্তি
কি?
উত্তর:
বৃত্তি হল জীবন ধারণের সাধারণ উপায়, যার জন্য তার দিক ও ব্যবহারিক প্রশিক্ষণের আবশ্যকতা
নেই।
২৮.
পেশার দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর:
প্রেশার দুটি বৈশিষ্ট্য হলো- ১. সুশৃংখল জ্ঞান ও ২. তাত্ত্বিক ভিত্তি।
২৯.
শিল্প বিপ্লব কি?
উত্তর:
শিল্প বিপ্লব হল কৃষিভিত্তিক হস্তশিল্প নির্ভর উৎপাদন ব্যবস্থা থেকে শিল্প কেন্দ্রিক
যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে উত্তরণ প্রক্রিয়া, যা ১৭৬০ থেকে ১৮৫০ সালের মধ্যে প্রথমে
ইংল্যান্ড এবং পরে ইউরোপের অন্যান্য দেশের সংঘটিত হয়।
৩০.
কোন দেশে প্রথম শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে?
উত্তর:
সর্বপ্রথম ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংঘটিত হয়।
৩১.
‘Problem’ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর:
গ্রিক শব্দ ‘Problem’ হতে ইংরেজি Problem শব্দের উৎপত্তি।
৩২.
সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য লেখ।
অথবা,
সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর:
সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য হলো- ১. সমাজের বৃহত্তর অংশের উপর ক্ষতিকর প্রভাব,
২ পরিমাপ যোগ্যতা ও ৩. পরিবর্তনশীলতা।
৩৩.
প্রবেশন কি?
উত্তর:
আদালত কর্তৃক শাস্তি স্থগিত রেখে অপরাধীকে চরিত্র সংশোধনের সুযোগ দেয়ার ব্যবস্থা হল
প্রবেশন।
৩৪.
প্যারোল কি?
উত্তর:
বিচারে দোষী সাব্যস্ত ব্যক্তি কিছুদিন সাজা ভোগের পর তার সাজার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই
বিশেষ শর্তাদিনে মুক্তি দানের ব্যবস্থাকে প্রেরল বলা হয়।
৩৫.
শহর সমাজসেবা কি?
উত্তর:
শহর সমাজসেবা হল সহ এলাকায় সু সামঞ্জস্যপূর্ণ উদ্যোগে জাগরনের সমস্যার সমাধান, চাহিদা
পূরণ এবং উন্নয়ন ত্বরাম্বিত করে।
৩৬.
সমাজকর্মের সহায়ক পদ্ধতি গুলো কি?
উত্তর:
সমাজকর্মের সহায়ক পদ্ধতি তিন প্রকার যথা ১. সমাজকর্ম প্রশাসন, ২. সমাজকর্ম গবেষণা
ও ৩. সামাজিক সমাজকর্ম কার্যক্রম।
৩৭.
সমাজকর্মের ব্যক্তি কে?
উত্তর:
সমাজকর্মে ব্যক্তি বলতে সমস্যা গ্রস্ত ব্যক্তিকে বুঝায়, যিনি সমস্যা সমাধানের জন্য
সেবাপ্রার্থী।
৩৮.
ব্যক্তি সমাজকর্মে Rapport কি?
অথবা,
রেপো কি?
উত্তর:
ব্যক্তি সমাজকর্মের সমাজকর্মী ও সাহায্যের্থীর মধ্যকার পেশাগত সম্পর্কই Rapport.
৩৯.
সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতির নাম লেখ।
উত্তর:
সমাজ কর্মের একটি সাহায্যকারী পদ্ধতির নাম হলো সমাজকর্ম গবেষণা।
৪০.
AIDS এর পূর্ণরূপ লেখ।
উত্তর:
AIDS এর পূর্ণরূপ হল- Acquired Immune Deficiency
Syndrome
৪১.
RSS এর পূর্ণনাম লেখ।
উত্তর:
RSS এর পূর্ণনাম হল Rural Social Service
৪২.
সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর নাম লেখ।
উত্তর:
সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিন প্রকার। যথা- ১. ব্যক্তি সমাজকর্ম, ২. দল সমাসকর্ম ও ৩.
সমষ্টি সমাজকর্ম।
৪৩.
ব্যক্তি সমাজকর্মের প্রাণ কি?
উত্তর:
ব্যক্তিস সমাজকর্মের প্রাণ হলো রেপো।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সমাজকর্ম
বলতে কি বুঝ?
২. সমাজকর্মের
বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
৩. সমাজকর্মের
উদ্দেশ্যে সমূহ লেখ।
৪. সমাজকর্মের
সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক দেখাও।
৫. ১৬০১
সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৬.
1834 সালের দরিদ্র সংস্কার আইনের পটভূমি লেখ।
৭. দান
সংগঠন সমিতি কি?
৮. সমাজ
সংস্কার আন্দোলন কি?
৯. সতীদাহ
প্রথা সম্বন্ধে যা জান লেখ।
অথবা,
সতীদাহ প্রথা কি?
১০.
আলিগড় আন্দোলনের উদ্দেশ্যসমূহ লেখ।
১১.
সামাজিক নিরাপত্তা বলতে কি বুঝ?
১২.
পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ এর পাঁচটি ধারা উল্লেখ কর।
১৩.
পেশার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
১৪.
পেশা ও বৃত্তির পার্থক্য দেখাও।
অথবা,
পেশা ও বৃত্তির পার্থক্য লেখ।
১৫.
সমাজ কর্মের দার্শনিক মূল্যবোধগুলো সংক্ষেপে লেখ।
১৬.
শিল্পায়ন ও নগরায়নের সংজ্ঞা দাও।
১৭.
শিল্পায়ন ও নগরায়নের পার্থক্য লেখ।
অথবা,
শিল্পায়ন ও নগরায়নের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১৮.
শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সমস্যাসমূহ উল্লেখ কর।১৯. কল্যাণ রাষ্ট্রের কার্যাবলী
সংক্ষেপে বর্ণনা কর।
২০.
সামাজিক সমস্যার বৈশিষ্ট্যসমূহ লেখ।
অথবা,
সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
২১.
বাংলাদেশ জনসংখ্যা স্থিতির পাঁচটি কারণ লেখ।
২২.
অপরাধ ও কিশোর অপরাধের পার্থক্য উল্লেখ কর।
২৩.
সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞা দাও।
২৪.
দল সমাজকর্মের সংজ্ঞা দাও।
২৫ সমাজকর্ম
গবেষণার সংজ্ঞা দাও।
২৬.
সামাজিক কার্যক্রম বলতে কি বুঝ?
গ-বিভাগ: রচনা মূলক প্রশ্নাবলী
১. বাংলাদেশের
সমাজকর্ম পাঠের গুরুত্ব আলোচনা কর।
অথবা,
বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজকর্ম পাঠের গুরুত্ব আলোচনা কর
২. সমাজকর্ম
বলতে কি বুঝ? সমাজকর্মে পরিধি আলোচনা কর।
৩. সমাজবিজ্ঞান
কি? সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
৪. মনোবিজ্ঞান
কি? সমাজকর্মীদের জন্য মনোবিজ্ঞানের জ্ঞান আবশ্যক কেন?— ব্যাখ্যা কর।
৫. এলিজাবেথীয়
দরিদ্র আইন কি? বাংলাদেশের দরিদ্র মোকাবিলায় এই আইন প্রয়োগের সম্ভাব্যতা যাচাই কর।
৬. ইংল্যান্ডের
সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিভাগের গুরুত্বপূর্ণ বর্ণনা কর।
৭. বাংলাদেশের
সমাজকর্মের উদ্ভব ও বিকাশের বিবরণ দাও।
অথবা,
বাংলাদেশের সমাজকর্মের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
৮. সমাজ
সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান বর্ণনা কর।৯. রাজা রামমোহন রায় বিখ্যাত কেন? সমাজকল্যাণের
রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর।
১০.
এ. কে. ফজলুল হক কে ছিলেন? সমাজকল্যাণের তার অবদান বর্ণনা কর।
১১.
সামাজিক আইন কি? ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের প্রধান ধারাগুলো উল্লেখ কর।
১২.
১৯৭৪ সালের শিশু আইনের মূল ধারাসমূহ বর্ণনা কর।
১৩.
পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা কর।
১৪.
ধর্ম কি সমাজকর্মের বিকাশে ইসলাম ধর্মের অবদান বিশ্লেষণ কর ১৫ NASW প্রদত্ত সমাজকর্মের
নৈতিক মানদন্ডসমূহ আলোচনা কর
১৬ সমাজ
জীবনের শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা কর।
অথবা,
সমাজ জীবনে শিল্প বিপ্লবের প্রভাব ব্যাখ্যা কর ১৭ শিল্প বিপ্লব অভিমিত্র আশীর্বাদ নয়।
উক্তিটির যথার্থতা নিরূপণ কর
১৮.
কল্যাণ রাষ্ট্রের সংজ্ঞা দাও।অথবা, কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা,
কল্যাণ রাষ্ট্র কি? কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৯.
কল্যাণ রাষ্ট্রের ভূমিকা ও কার্যাবলী আলোচনা কর।
২০.
দারিদ্রতার সংজ্ঞা দাও। বাংলাদেশের দারিদ্র্য নির্জনে সমাজকর্মীর ভূমিকা নির্ধারণ কর।
২১.
বেকারত্ব কি? বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর।
২২.
বাংলাদেশের সংশোধনমূলক কার্যক্রমসমূহ বর্ণনা কর।
২৩.
গ্রামীণ সমাজসেবা কি? বাংলাদেশের গ্রামীণ সমাজসেবা কর্মসূচির বিবরণ দাও।
২৪.
সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
২৫ সমাজকর্ম
পদ্ধতির সংজ্ঞা দাও। ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো আলোচনা কর।
অথবা,
উদাহরণসহ ব্যক্তি সমাজ কর্মের উপাদানগুলো আলোচনা কর।
অথবা,
ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও। ব্যক্তি সমাজকর্মের উপাদানসমূহ আলোচনা কর।
২৬.
দল সমাজকর্মের সংজ্ঞা দাও। দল সমাজকর্মের উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা কর
0 মন্তব্যসমূহ